কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) এর প্রস্তুতি নিয়মিত এবং দীর্ঘকালীন হওয়া বাঞ্ছনীয়। প্রতিদিন সংবাদপত্র খুঁটিয়ে পড়া এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি নোট ডাউন করে সেগুলিকে নিয়মিত ব্যবধানে রিভাইজ করা – কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) এর প্রস্তুতির সেরা পদ্ধতি। এ বছরের যে-কোনও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Bengali Current Affairs) আপনাদের সামনে নিয়ে এলাম। আশাকারি বাছায় কারা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Bengali Current Affairs) গুলি আপনাদের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে লাগবে।
Bengali Current Affairs
১. ভারতের কোন রাজ্য প্রথম সকল প্রকার চাকরির ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য ১ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল ?
উত্তর : কর্ণাটক।
২. ‘ক্রাইম এন্ড ক্রিমিনাল ট্রেকিং নেটওয়ার্ক সিস্টেম’ (CCTNS) – এর সমীক্ষা অনুসারে কোন রাজ্যের পুলিশ দেশের মধ্যে সেরা স্থান দখল করল ?
উত্তর : হরিয়ানা।
৩. ২০২০ টোকিও অলিম্পিক্সে (২১ সালে অনুষ্ঠিত) কোন খেলাটি প্রথমবারের জন্য অন্তর্ভুক্ত করা হল ?
উত্তর : ক্যারাটে।
৪. সম্প্রতি মালেশিয়ার প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হলেন ?
উত্তর : ইসমাইল সাবরি ইয়াকুব।
৫. জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করলেন ?
উত্তর : ধৃতি ব্যানার্জী।
৬. ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান “রাজিব গান্ধী খেলরত্ন” (Rajiv Gandhi Khel Ratna) পুরুস্কারের নাম পরিবর্তন করে কি নাম রাখা হল ?
উত্তর : মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (Major Dhyan Chand Khel Ratna) ।
৭. বার্সেলোনা ফুটবল ক্লাব ছেড়ে সম্প্রতি কোন ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন লিয়োনেল মেসি ?
উত্তর : প্যারিস সাঁ জারমাঁ ।
৮. কোন সিনেমার জন্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন- এর সেরা চিত্র পরিচালকের সম্মান পেলেন অনুরাগ বসু ?
উত্তর : লুডো।
৯. গুইডো বেলিটো কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ?
উত্তর : পেরু ।
১০. সুনীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় এবং প্রথম মহিলা হিসাবে দুটি অলিম্পিক পদক জয়ের বিরল নজির কে গড়লেন ?
উত্তর : পি ভি সিন্ধু।
১১. লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC)- এর নতুন ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হলেন ?
উত্তর : মিনি ইপে।
১২. এবছর (2021) লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পেলেন ?
উত্তর : সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা।
১৩. হিন্দি সাহিত্যে কাকে ২০২১ সালে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হল ?
উত্তর : দয়া প্রকাশ সিনা। ( সম্রাট অশোক নাটকের জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় )
১৪. সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেশের মহিলারা কোন পরীক্ষায় অংশ গ্রহণের সুবিধা পেলো ?
উত্তর : ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় অংশ গ্রহণের সুবিধা পেলো।
১৫. ২০২১ সালে সবথেকে বেশিবার ডাউনলোড হওয়া আপটির নাম কি ?
উত্তর : ক্লাউডফ্লেয়ারে (Cloudflare) এর মতে টিকটক (TIKTOK) সবথেকে বেশিবার ডাউনলোড হওয়া আপ।
১৬. কোন স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে নীরাজ চোপড়া স্টেডিয়াম করা হলো ?
উত্তর : পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে নীরাজ চোপড়া স্টেডিয়াম করা হলো।
১৭. কোন রাজ্যে AFSPA আইন ৬ মাসের জন্য বাড়ানো হলো ?
উত্তর : নাগাল্যান্ড।
১৮. বিশ্বের সর্বাধিক সংখ্যক দৈহিক প্রতিবন্ধী বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ পৌঁছানো সদ্য অনুষ্ঠিত অভিযানের নাম কি ?
উত্তর : ‘অপারেশন ব্লু ফ্রিডম’ ।
১৯. সম্প্রতি ভারতের শিক্ষা মন্ত্রালয় থেকে কোন অভিযানটি চালু করা হয় ?
উত্তর : ‘পড়ে ভারত’।
২০. সম্প্রতি সর্বশেষ মার্কিন সেনা হিসাবে কে আফগানিস্তান ছাড়লেন ?
উত্তর : মেজর জেনারেল ক্রিস্টোফার টি ডোনাহিড।
২১. তালিবান অধিকৃত আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার অপারেশন এর নাম কি দেওয়া হয়েছিল ?
উত্তর : ‘অপারেশন দেবী শক্তি’ ।
২২. National Tiger Conservation Authority (NTCA) অনুসারে ২০২১ সালে ভারতে মোট কতগুলি বাঘ এর মৃত্যু হয়েছে ?
উত্তর : National Tiger Conservation Authority (NTCA) অনুসারে ২০২১ সালে ভারতে মোট ১২৬ টি বাঘ এর মৃত্যু হয়েছে।
২৩. সম্প্রতি রেলের নতুন প্রেসিডেন্ট এবং CEO কাকে নিযুক্ত করা হলো ?
উত্তর : বিনয় কুমার ত্রিপাঠি।
২৪. অসংগঠিত শ্রমিকদের নথিভুক্তির জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কোন ওয়েব পোর্টালের উদ্বোধন করলেন ?
উত্তর : ই- শ্রম।
২৫. প্রথম ভারতীয় হিসাবে ( মরণোত্তর ) কে আমেরিকার সর্বোচ্চ নাগরিক সম্মান “কংগ্রেসনাল গোল্ড মেডেল” পেলেন ?
উত্তর : মহাত্মা গান্ধী।
২৬. ভারতের কোন রাজ্য সর্বপ্রথম সম্পূর্ণ LPG যুক্ত এবং ধোঁয়া মুক্ত রাজ্যে পরিণত হল ?
উত্তর : হিমাচল প্রদেশ।
২৭. পৃথিবীর কোন কোম্পানির মার্কেট ভেলু ৩ ট্রিলিয়ন ডলারএ পোঁছালো ?
উত্তর : Apple ।
২৮. সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের নারী সংগঠন “ইউ এন উইমেন” এর মঞ্চে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেন ?
উত্তর : এয়ার ইন্ডিয়ার পাইলট জোয়া আগরওয়াল।
২৯. সম্প্রতি কে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে মায়ানমারের ‘কেয়ারটেকার সরকারের’ এর প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ?
উত্তর : মায়ানমারের সেনা প্রধান জেনারেল মিন অং লেইয়ং।
৩০. সম্প্রতি উয়েফা সুপার কাপ ফুটবল প্রতিযোগিতা জিতল কোন ক্লাব ?
উত্তর : চেলসি।
I every time emailed this website post page to all my
friends, as if like to read it after that my friends will too.