General knowledge mock test 05 : আপনি কি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য Free Online Bengali Mock test দিতে চাইছেন, তাহালে আপনি সঠিক স্থানে এসেছেন।
সমস্ত প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুত বাংলা মক টেস্ট (Bengali General knowledge Mock test 05 for all Competitive Exam) টি আপনাদের জন্য নিয়ে এলাম। আশাকরি Bengali General knowledge Mock test 05 for all Competitive Exam আপনাদের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
নিচে দেওয়া START MOCK TEST লেখাটিতে ক্লিক করে Bengali General knowledge Mock test 05 এ অংশ গ্রহণ করুন।
START MOCK TEST
#1. Grand Old man of India কাকে বলা হত ?
#2. বৃত্রসংহার কাব্য গ্রন্থটি কার রচনা ?
#3. রেসারপিন কোন রোগ নিরাময়ের জন্য ব্যবহার কারা হয় ?
#4. তুরস্কের প্রচলিত মুদ্রার নাম কী ?
#5. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
#6. মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি ?
#7. 'সাইলেন্ট ভ্যালি' কোন রাজ্যে অবস্থিত ?
#8. ইহুদি ধর্মমতে সপ্তাহের পবিত্রতম দিন কোনটি ?
#9. পতঙ্গের রক্তকে কী বলা হয় ?
#10. নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন ?
#11. কোন দেশের অর্থনৈতিক উন্নতির প্রধান মাপকাঠি কোনটি ?
#12. মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে ?
#13. সবচেয়ে বড় কোষের নাম কী ?
#14. তত্ত্ববােধিনী পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ?
#15. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল কত সালে ?
#16. ঋকবেদে ঝিলম নদীর কী নামে উল্লেখ রয়েছে ?
#17. বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেয় ?
#18. ইস্তাম্বুলের প্রাচীন নাম কী ?
#19. পল্লব রাজারা কোন সাহিত্যের পৃষ্ঠপোষকতা ছিলেন ?
#20. অদ্বৈতবাদ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে ?
#21. অমৃতসর সন্ধি কত সালে হয়েছিল ?
#22. হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলির লেখক কে ?
#23. উদ্ভিদের সালােকসংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে ও প্রাণীরা তা গ্রহণ করে কে প্রথম প্রমাণ করেন ?
#24. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় কখন ?
#25. ম্যানিনজাইটিস রোগে আক্রান্ত হয় শরীরের কোন অংশ ?
#26. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত ?
#27. সংবিধানের যুগ্মতালিকায় ক'টি বিষয় রয়েছে ?
#28. প্রতিধ্বনি শুনতে হলে শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে ?
#29. 'মােঙ্গল' শব্দের অর্থ কী?
#30. মানস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
Click Here to Download this pdf