General knowledge mock test 03 : আপনি কি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য Free Online Bengali Mock test দিতে চাইছেন, তাহালে আপনি সঠিক স্থানে এসেছেন।
সমস্ত প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুত বাংলা মক টেস্ট (Bengali General knowledge Mock test 03 for all Competitive Exam) টি আপনাদের জন্য নিয়ে এলাম। আশাকরি Bengali General knowledge Mock test 03 for all Competitive Exam আপনাদের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
নিচে দেওয়া START MOCK TEST লেখাটিতে ক্লিক করে Bengali General knowledge Mock test 03 এ অংশ গ্রহণ করুন।
START MOCK TEST
#1. কত সালে প্রথম ডাক টিকিট চালু হয় ?
#2. সােনার কেল্লার সঙ্গে কোন্ শহরটি যুক্ত ?
#3. 'বর্তমান ভারত’ কে রচনা করেন ?
#4. প্রথম কোন্ ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হন ?
#5. ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
#6. দিল্লিতে অবস্থিত গান্ধিজির সমাধিস্থলের নাম কী ?
#7. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
#8. পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন ?
#9. সমুদ্রের জলে কোন লবণটি পাওয়া যায় ?
#10. মহাত্মা গান্ধি প্রতিষ্ঠিত আশ্রমটি কোন্ রাজ্যে অবস্থিত ?
#11. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল ?
#12. ভারতের বিমানবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন ?
#13. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
#14. সােনালি পশমের দেশ কোনটি ?
#15. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ?
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু, কলেরা রোগ ছড়িয়ে পড়ায় সেটি বােম্বেতে ( বর্তমান মুম্বাই ) অনুষ্ঠিত হয়।
#16. বিশ্ববিখ্যাত মােনালিসার তৈলচিত্রটি কোথায় দেখতে পাওয়া যায় ?
#17. শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল -
শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল পিদুরুতালাগালা।সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২৫২৪ মিটার।
#18. শ্রী অরবিন্দের যােগসাধনার সঙ্গে কোন্ শহরটি সংযুক্ত ?
#19. মেরিনা বিচ কোন্ শহরে আছে ?
#20. বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কি নামে পরিচিত ?
#21. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হয়েছিলেন ?
কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি শ্রীমতী মঞ্জুলা চেল্লুর।পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি তাকে শপথ বাক্য পাঠ করান।
#22. অজন্তা এবং ইলােরা গুহাচিত্র কোন্ প্রদেশে অবস্থিত ?
#23. বাংলার অক্সফোর্ড নামে কোন্ শহরটি পরিচিত ?
#24. লিঙ্গরাজ মন্দির কোন্ শহরে অবস্থিত ?
#25. ইজরায়েলের গােয়েন্দাবাহিনী কি নামে পরিচিত ?
#26. ‘লেভ' কোন দেশের মুদ্রা ?
#27. তুতিকোরিন বন্দরটি কোন্ রাজ্যে অবস্থিত ?
#28. ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত ?
#29. 38 তম প্যারালাল কোন্ দুটি দেশকে পৃথক করেছে ?
#30. বরবুদুর-এর স্তূপ কোন্ দেশে অবস্থিত ?
click to copy shortcode