General knowledge mock test 04 : আপনি কি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য Free Online Bengali Mock test দিতে চাইছেন, তাহালে আপনি সঠিক স্থানে এসেছেন।
সমস্ত প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুত বাংলা মক টেস্ট (Bengali General knowledge Mock test 04 for all Competitive Exam) টি আপনাদের জন্য নিয়ে এলাম। আশাকরি Bengali General knowledge Mock test 04 for all Competitive Exam আপনাদের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
নিচে দেওয়া START MOCK TEST লেখাটিতে ক্লিক করে Bengali General knowledge Mock test 04 এ অংশ গ্রহণ করুন।
START MOCK TEST
#1. এদের কোটি দৈর্ঘ্যের একক নয় ?
#2. আলিগড় আন্দোলন শুরু করেছিলেন -
#3. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
#4. 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
#5. 'সার্বভৌম' শব্দটির কোন্ অর্থটি সঠিক ?
#6. কোন্ প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ?
#7. প্যারিসে 'বন্দেমাতরম' পত্রিকা কে সম্পাদনা করতেন ?
#8. ‘তিন বিঘা করিডর' যােগ করেছে -
#9. আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন -
#10. নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ?
#11. দামােদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা (DVC) নিম্নলিখিত প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয় -
#12. কোন্ ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালের অসহযােগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল ?
#13. রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা কত ?
#14. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট -
#15. প্রােটিন শনাক্তকরণের পরীক্ষা হল -
#16. Global Positioning System (GPS) দিয়ে পরিমাপ করা হয় -
#17. গুপ্তবংশের কোন রাজা 'লিচ্ছবিদৌহিত্র' নামে পরিচিত ছিলেন ?
#18. কোন্ তলটি তাপের উত্তম শােষক ?
#19. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে -
#20. পরমশূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে -
#21. ভারতের কোন্ রাজ্য প্রথম লােকায়ুক্ত নিয়ােগ করেছে ?
#22. প্রশান্ত মহাসাগরের ‘এল নিনোে’ ভারতের -
#23. মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল -
#24. দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন ‘বিপ্লব দীর্ঘজীবি হােক’?
#25. মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
#26. 'ইন্ডিয়া উইনস্ ফ্রিডম' গ্রন্থটির রচয়িতা কে ?
#28. মূল, কান্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল -
#29. 'Bauxite' থেকে নিম্নলিখিত দ্রব্য উৎপন্ন হয় -
#30. 'Aerial Photographs' নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় -