মানবসভ্যতার অগ্রগতিতে যার অবদান অনস্বীকার্য সেটি হল গণিত/অঙ্ক, গণিত/অঙ্ক(Math) আমাদের জীবনের প্রতিটি ক্রিয়াকলাপের সাথে ওতপ্রােতভাবে জড়িত। জীবনধারণের মধ্যে ভাষার ব্যবহার যেমন নিত্যপ্রয়ােজনীয় ও বহুব্যাপক, গণিতের (Math) ব্যবহারও অনেকটা সেইরকম। তবে পার্থক্য এই যে ভাষার ব্যবহার সকলের কাছে যেমন সহজ, গণিত/অঙ্ক (Math) সেরকম নয়, প্রচলিত অর্থে গণিত/অঙ্ক দুরুহ ও জটিল, গণিতকে বলা যেতে পারে পার্থিব ও অপার্থিব জগতের মধ্যে যােগসূত্র স্থাপনকারী বিজ্ঞান। ইংরেজিতে Mathematics শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Mathin’ থেকে যার অর্থ শিক্ষা করা। অর্থাৎ Mathematics হচ্ছে সেই বিষয় যা সকলের আগে এবং সকলের উপর শিক্ষা করতে হবে। অনেকে মনে করেন Mathematics শব্দটি এসেছে ‘Mathemata’ অর্থাৎ “শিক্ষণীয় বিষয় হতে”।
বর্তমানে, বিভিন্ন প্রতিযোগিতা মূলক ও চাকরীর পরীক্ষায় গণিত/অঙ্ক একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারন এমন কোন Competitive Exams নেই যে গণিত/অঙ্ক থেকে প্রশ্ন আসে না। তাই বিভিন্ন ধরনের Competitive Exams এ গণিত/অঙ্ক থেকে যেসব অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে সেগুলি আলোচনা করা হল।
Math Practice Set in Bengali for All Competitive Exams
অঙ্ক/গনিতের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়
- Number System
- গ. সা. গু. এবং ল. সা. গু. (H.C.F. and L.C.M.)
- বর্গমূল এবং ঘনমুল (Square Root & Cube Root)
- গড় নির্ণয় (Average)
- অনুপাত এবং সমানুপাত (Ratio & Proportion)
- বয়স সংক্রান্ত প্রশ্ন (Problems on Ages)
- শতকরা নির্ণয় (Percentage)
- লাভ ও ক্ষতি (Profit & Loss)
- ট্রেন সংক্রান্ত প্রশ্ন (Problems on Trains)
গণিত বিষয়ের কিছু ইংরেজীর বাংলা | |
Number | সংখ্যা |
Prime number | মৌলিক সংখ্যা |
Integer/digit | অঙ্ক |
Selling price | বিক্রয়মূল্য |
Profit | লাভ |
Loss | ক্ষতি |
Perfect square | পূর্ণবর্গ |
List price | ধার্যমূল্য |
Cube | ঘন |
Square root | বর্গমূল |
Down stream | অনুকূলে গতি |
Up stream | প্রতিকূলে গতি |
Sum | যােগফল |
Full marks | পূর্ণ নম্বর |
Least number | ক্ষুদ্রতম সংখ্যা |
Greatest number | বৃহত্তম সংখ্যা |
L.C.M. (Lowest Common Multiple) | ল.সা.গু. |
H.C.F. (Highest Common Factor) | গ.সা.গু. |
Numerical | লব |
Denominator | হর |
Cost price | ক্রয়মূল্য |
Fraction | ভগ্নাংশ |
Decimal fraction | দশমিক ভগ্নাংশ |
Ratio | অনুপাত |
Proportion | সমানুপাত |
Proportional | সমানুপাতিক |
Mean Proportional | মধ্য সমানুপাতিক |
Ascending order | ছােট থেকে বড় |
Descending order | বড় থেকে ছােট |
Product | গুণফল |
Dividend | ভাজ্য |
Divisor | ভাজক |
Quotient | ভাগফল |
Remainder | ভাগশেষ |
Divisible | বিভাজ্য |
Division | ভাগ |
Even | জোড় |
Odd | বিজোড় |