পাশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার উপযোগি কিছু অঙ্কের প্রশ্ন উত্তর (Math question answer in bengali) আলোচনা করা হল। প্রাথমিক টেট (Primary Tet) সহ রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষা যেমন – SSC, BANK, RAIL, WBPDCL, WBSEDCL, WBP, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
1.একটি ঘনকের আয়তন A=x^3{}, যেখানে X প্রতিটি বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য 10% বাড়লে ঘনকের আয়তন বাড়বে –
(a) 33.1 %
(b) 25%
(c) 30%
(d) 10%
উত্তর : (a) 33.1 %
সমাধান :
ধরি, বাহু = 100 সেমি, এখন বাহুর দৈর্ঘ্য = 110 সেমি
আয়তন = (110)^{3} = 1331000
পূর্বে আয়তন ছিল = (100)^{2} = 1000000
\therefore আয়তন বাড়ল = (1331000-1000000) =331000
\therefore আয়তন বাড়ার শতকরা হার = \frac{331000}{1000000}\times 100 = 33.1%
2. দুটি সংখ্যার অনুপাত 3:5 । সংখ্যা দুটির সঙ্গে 10 যোগ করা হলে অনুপাত হয় 5:7 । সংখ্যা দুটি কি কি ?
(a) 15, 25
(b) 2, 10
(c) 12, 20
(d) 18, 30
উত্তর : (a) 15, 25
সমাধান :
প্রশ্নানুসারে,
\frac{3x+10}{5x+10}=\frac{5}{7}\\\\or,21x+70=25x+50\\or,21x-25x=50-70\\or,-4x=-20\\or,x=5\\\therefore 3x=15, 5x=25
3. 99\frac{1}{7}+99\frac{2}{7}+99\frac{3}{7}+99\frac{4}{7}+99\frac{5}{7}+99\frac{6}{7} ?
(a) 594
(b) 595
(c) 596
(d) 597
উত্তর : (d) 597
সমাধান :
99\frac{1}{7}+99\frac{2}{7}+99\frac{3}{7}+99\frac{4}{7}+99\frac{5}{7}+99\frac{6}{7}\\\\=(99\times 6)+\frac{1}{7}(1+2+....+6)\\=594+\frac{1}{7}\times \frac{6\times 7}{2}\\=597
4. একটি ক্রিকেট খেলোয়াড় 17 তম ইনিংসে 85 রান করে, আগের 16 ইনিংসের গড় রান 3 বাড়ালেন। তাহলে তাঁর 17 তম ইনিংসের পর গড় রান কত হল ?
(a) 37
(b) 34
(c) 32
(d) 29
উত্তর : (a) 37
সমাধান :
ধরি, আগের 16 ইনিংসের গড় রান হল x
প্রশ্নানুসারে,
\frac{16x+85}{17}=x+5\\\\or,16x+85=17x+51\\or,x=34\\\therefore 34+3=37
5. 5% সরল সুদে কত বছরে কোন টাকা সুদে মুলে দ্বিগুণ হবে ?
(a) 20
(b) 10
(c) 7
(d) 12
উত্তর : (a) 20
সমাধান :
ধরি, আসল (F) = 1 টাকা; সুদাসল (A) = 2 টাকা; সুদের হার (R) = 5%; সুদ = (2-1) = 1 টাকা; T = সময়
I=\frac{PRT}{100}\\or,I=\frac{1\times 5\times T}{100}
T = 20 বছর
6. নির্দিষ্ট পরিমাণ খাবার 45 জন লোকের 45 দিন চলে। ওই খাবার 15 জন লোকের কত দিন চলবে ?
(a) 15 দিন
(b) 45 দিন
(c) 90 দিন
(d) 135 দিন
উত্তর : (d) 135 দিন
সমাধান :
45\times 45=15\times x\\or,x=135
7. \frac{a}{2}=\frac{b}{7}=\frac{c}{5} হলে \frac{a-b+c}{a+b-c}=?
(a) 0
(b) 1
(c) 3
(d) 9
উত্তর : (a) 0
সমাধান :
\frac{a}{2}=\frac{b}{7}=\frac{c}{5}=k
\therefore a = 2k; b = 7k; c = 5k
\frac{a-b+c}{a+b-c}=\frac{2k-7k+5k}{2k+7k-5k}=0
8. A এবং B এর বর্তমান বয়স যথাক্রমে 4:5। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6 । তাহলে A এর বর্তমান বয়স কত ?
(a) 10 বছর
(b) 20 বছর
(c) 25 বছর
(d) 40 বছর
উত্তর : (b) 20 বছর
সমাধান :
মনেকরি, A এর বর্তমান বয়স 4x বছর ।
এবং B এর বর্তমান বয়স 5x বছর ।
\therefore 5 বছর পর A এর বয়স হবে (4x+5) বছর ।
\therefore 5 বছর পর B এর বয়স হবে (5x+5) বছর ।
\frac{4x+5}{5x+5}=\frac{5}{6}\\\\or,25x+25=24x+30\\or,25x-24x=30-25\\or,x=5
\therefore4\times 5=20
9. xy(x+y)=1 হলে, \frac{1}{x^3y^3}-x^3-y^3=?
(a) 1
(b) 3
(c) 2
(d) 0
উত্তর : (b) 3
সমাধান :
xy(x+y)=1\\\therefore x+y=\frac{1}{xy}\\\therefore (x+y)^3=(\frac{1}{xy})^3\\or,x^3+y^3+3xy(x+y)=\frac{1}{x^3y^3}\\or,x^3+y^3+3.1=\frac{1}{x^3y^3}\\or,\frac{1}{x^3y^3}-x^3-y^3=3
10. \sqrt{248+\sqrt{52+\sqrt{144}}}= ?
(a) 14.4
(b) 16.6
(c) 16
(d) 18.8
উত্তর : (c) 16
সমাধান :
\sqrt{248+\sqrt{52+\sqrt{144}}}\\=\sqrt{248+\sqrt{52+12}}\\=\sqrt{248\sqrt{64}}\\=\sqrt{248+8}\\=\sqrt{265}\\=16
অসাধারন, আপনার প্রয়াস কে সাধুবাদ জানাই।
খুব ভালো প্রয়াস
I really like it when folks get together and share ideas. Great website, stick with it!
আপনার প্রয়াসকে সাধুবাদ জানাই
ধন্যবাদ
Similarly, in the effort to have an erection, the patient may try to increase his stimulation, which may result in PE cialis coupon